বিবাহ বহির্ভূত সম্পর্কের মাঝে কাঁটা পড়ল চার বছরের শিশু। নিজের সন্তানকে রাস্তা থেকে সরাতে ঘৃণ্য চক্রান্ত করল গৃহবধূ।






এরই মধ্যে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৃহবধূ মুনমুনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বছর পাঁচেক আগে ভারতের নদিয়ার রাণাঘাটের বেলঘড়িয়ার বাসিন্দা মদন দাসের সঙ্গে বিয়ে হয় মুনমুন দাসের। দম্পতির চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে। কর্মসূত্রে মদন দাস রাজ্যের বাইরে থাকেন।






এই সুবাধে পাড়ার বাসিন্দা আর এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে মুনমুন।
এরপর শনিবার (২৬ জানুয়ারি) রাতে বাচ্চার কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা ওই গৃহবধূর বাড়িতে দৌড়ে আসেন। তখনই দেখা যায় বাড়ির পুকুর থেকে বাচ্চাটিকে তুলে আনছে মুনমুন।






প্রতিবেশীদের অভিযোগ, বাড়ির পুকুরেই শিশুটিকে ডুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল ওই মহিলা। এলাকাবাসীরা চলে আসায় তড়িঘড়ি পুকুর থেকে শিশুটিকে তুলে ফেলে সে। এরপরে ঘটনা জানাজানি হতেই প্রতিবেশীরা পুলিশে খবর দেন।